শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ১২Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাইকারি বাজারে আলুর দাম কমালেন ব্যবসায়ীরা। শনিবার বিকেলে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলুর বাজারদর নিয়ন্ত্রণে এক উচ্চপর্যায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জী ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা।
বৈঠক শেষে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কলকাতার বাজারে ৩০ টাকার মধ্যে থাকবে আলু। কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। শুক্রবার নবান্নে আলুর দাম নিয়ন্ত্রনে টাস্কফোর্সের বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার ভিন রাজ্যে আলু রপ্তানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠক ডাকা হয়। হুগলি জেলায় উৎপাদিত আলু যায় কলকাতার বাজারে। ক্রমাগত সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগী হয় রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আলুর দাম নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে। ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি না করা হলেও, আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দু'দিন সময় দেওয়া হয়। হরিপালে সেই বিষয় নিয়েই হয় দীর্ঘ বৈঠক। প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, সাতাশ টাকা কেজিদরে বিক্রি হচ্ছিল জ্যোতি আলু। তাঁরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে ছাব্বিশ টাকায় আলু দেওয়া হবে। সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে তেমনই যাবে। এখনও হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিকটন আলু মজুত রাখা আছে। সরকারি তরফে চলতি নভেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা। সেই সময়সীমা বেড়ে হতে চলেছে ৩১ ডিসেম্বর।
বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলুর দাম কমাতে শুক্রবার নবান্নে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে। সেই অনুযায়ী এদিন মিটিং হয়েছে। সুফল বাংলায় কলকাতায় ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। আগামী সোম-মঙ্গলবার থেকে বাজারে দাম কমার প্রভাব নজরে পড়বে। বৈঠকের পর ব্যবসায়ীরা এমনটা জানালেও খুচরো বাজারে দাম কী থাকছে সেটাই এখন দেখার।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...